• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কাকে নিয়ে এমন স্ট্যাটাস স্পর্শিয়ার

প্রকাশ:  ১২ মার্চ ২০২২, ২৩:০৬
বিনোদন ডেস্ক

সাপে ভয় পান না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আর তা যদি হয় ফনা তোলা সাপ, তাহলে দৌড়ে পালানো ছাড়া উপায় থাকে না। কিন্তু স্পর্শিয়ার ব্যাপারটা একদম ভিন্ন। সাপুড়ের মতোই সাপের ভয় পান না তিনি। বরং সাপ গলায় জড়িয়ে ছবি তুলেছেন। সেই ছবি প্রকাশও করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে বার্তাবহ ক্যাপশনে লিখেছেন— বাস্তবে কিছু মানুষ সাপের মতো।

স্পর্শিয়া জানালেন, একটি ওয়েব সিরিজের শ্যুটিংয়ে সাপটি ব্যবহার করা হয়েছে। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘সাপ আমার সহশিল্পী ছিল। ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত ওয়েব সিরিজ ‘আইজ্যাক লিটন’-এর শ্যুটিং সেটে তোলা ছবি। গত মাসে এটির কাজ শেষ হয়েছে।’

সাপ ভয় করেন না— জানতে চাইলে স্পর্শিয়া বলেন, ‘সাপ আমার খুব একটা ভয় করে না। তবে প্রথমে করত। এর আগেও সাপের সঙ্গে অনেক ছবি তুলেছি। সুতরাং ভয় জিনিসটা চলে গেছে বলা যায়।’

ইঙ্গিতপূর্ণ ক্যাপশন সম্পর্কে প্রশ্ন ছিল স্পর্শিয়ার কাছে। কোনোরকম রাখঢাক না রেখে তিনি বলেন, ‘কিছু মানুষ আছেন আমাদের চারপাশে, যাদের চারিত্রিক বৈশিষ্ট্য সাপের মতো। সুযোগ পেলেই ছোবল দেয়। তবে এটাকে আরও দুইভাবে ব্যাখ্যা করা যায়। নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, কেউ সাপকে বিরক্ত করলে, শান্তি নষ্ট করলে আক্রমণ করে। আর ইতিবাচকভাবে বলতে গেলে, সাপকে বিরক্ত করবেন না, সাপও আপনাকে কিছু বলবে না। আমার ক্ষেত্রেও বিষয়টা এমন’

সম্প্রতি স্পর্শিয়া দুটি ছবির কাজ শেষ করেছেন। একটি রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’, অন্যটি জেড এইচ মিন্টু পরিচালিত ‘ক্ষমা নেই’। দুটি ছবিতেই ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে তাকে।

এদিকে কয়েক বছর আগে অভিমান করে ছোট পর্দা থেকে বিদায় নিয়েছিলেন স্পর্শিয়া। সিদ্ধান্ত নিয়েছিলেন, আর কখনও নাটকে ফিরবেন না। কিন্তু সেই সিদ্ধান্ত বদলাতে যাচ্ছেন তিনি। কিছু ভালো চিত্রনাট্য হাতে থাকায় ফিরতে পারেন ছোট পর্দায়।

পূর্ব পশ্চিম/জেআর

স্পর্শিয়ার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close