• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সংগীতশিল্পী খালিদ হাসান মিলুকে হত্যার বিস্ফোরক তথ্য আসিফের

প্রকাশ:  ২৫ এপ্রিল ২০২২, ১৩:১০ | আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৩:২১
নিজস্ব প্রতিবেদক

১৬ বছর আগে সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর মৃত্যু স্বাভাবিকভাবে নয়, তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন শিল্পী আসিফ আকবর। সোহেল অটলের লেখা আসিফের জীবনীগ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’ বইতে এমন দাবি করা হয়েছে।

বইতে আসিফ জানিয়েছেন, খালিদ হাসান মিলু মারা যান ২০০৫ সালের ২৯ মার্চ। সবাই জানেন, পক্ষাঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন ভোগার পর তিনি মারা যান। কিন্তু তার স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে হত্যা করা হয়েছে। এ মুত্যু একটা হত্যাকাণ্ড। খালিদ হাসান মিলু সুস্থই ছিলেন। তার মাথায় চামচ দিয়ে আঘাত করার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। আর সুস্থ হতে পারেননি।

এতে আরো বলা হয়, এ হত্যাকাণ্ডের কথা আসিফ আইয়ুব বাচ্চুর সঙ্গেও শেয়ার করেছেন। বাচ্চু চেপে থাকতে বলেছেন। ঘটনার দিন রাজধানীর খিলগাঁও এলাকায় এক ড্রামারের বাসায় ছিলেন মিলু। আরও ছিলেন একজন প্লেব্যাক গায়ক এবং সংগীত পরিচালক। সবাই মদ্যপান করছিলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে লম্বা, ভারী এক চামচ দিয়ে মিলুর মাথায় আঘাত করা হয়। ছয় ফুট এক ইঞ্চি উচ্চতার মিলু সে আঘাত পেয়েও জ্ঞান হারাননি। তবে প্রচুর ব্যথা পান। আসিফের ধারণা, ওই আঘাতেই তার ব্রেন হ্যামারেজ হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার মৃত্যু হয়।

পূর্বপশ্চিম/এনএন

আসিফ,খালিদ হাসান মিলু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close