• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দুই সিনেমায় গাইলেন মমতাজ

প্রকাশ:  ১২ জুন ২০২২, ১৮:৩৭
বিনোদন ডেস্ক

জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ সিনেমার গানের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। ইদানীং সিনেমার গানে বেশি সময় দিতে দেখা যাচ্ছে ফোকসম্রাজ্ঞীখ্যাত এ শিল্পীকে। সম্প্রতি তিনি দুইটি সিনেমায় গান গেয়েছেন। সিনেমা দুটির নাম ‘দামপাড়া’ ও ‘১৯৭১ সেইসব দিন’।

দামপাড়ার গানটির শিরোনাম ‘নাই কোথাও তুমি নাই’। এটি লিখেছেন আনন জামান। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমায় গাওয়া গানটির শিরোনাম ‘যাওরে পঙ্খি উইড়া যাওরে’। এটি লিখেছেন হৃদি হক। সুর ও সংগীতায়োজন করেছেন দেবজ্যোতি মিশ্র।

সিনেমার গানের ব্যস্ততা প্রসঙ্গে মমতাজ বলেন, যতকিছু নিয়ে ব্যস্ত থাকি না কেন, গান আমার প্রথম কাজ। তাই গান নিয়েই ব্যস্ত থাকাটা স্বাভাবিক। সিনেমার গান প্রচলিত ধারার বাইরে গাইতে হয়। এ জন্য এ ধরনের গান করতে ভালো লাগে।

সর্বশেষ মমতাজের গাওয়া মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’ সিনেমায় ‘রাত জাগা ফুল’ শিরোনামের গানটি বেশ সাড়া ফেলে। এদিকে বর্তমানে স্টেজ অনুষ্ঠান নিয়েও ব্যস্ত রয়েছেন এ সংগীতশিল্পী।

পূর্বপশ্চিমবিডি/এনজে

দুই সিনেমায়,গাইলেন মমতাজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close