• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শ্রোতা নেই নোবেলের গানের!

প্রকাশ:  ১২ জুলাই ২০২২, ১৮:২৫
বিনোদন প্রতিবেদক

এবারের ঈদুল আজহায় সুরকার ও সঙ্গীত পরিচালক শওকাতের আয়োজনে একটি গান গেয়েছেন আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল। অপর প্রান্তে শীর্ষক গানটি লিখেছেন কবির বকুল।গত ৮ জুলাই গানটি মুক্তি পেলেও ১২ জুলাই গানটির দর্শন হয়েছে ২৮ হাজারের কিছু বেশিবার। অথচ একসময় নোবেল মানেই ছিল মিলিয়ন মিলিয়ন ভিউ।

নোবেলের এখন পর্যন্ত সবচেয়ে বেশি জনপ্রিয় গান ‘অভিনয়’। যেটি মানুষ শুনেছেন বা দেখেছেন ২ কোটি ২০ লাখ বার। এরপর মেহেরবান গানটি মুক্তি পায়। সেটিও ১০ লাখবার দেখা বা শোনা হয়েছে। অবশব্য মেহেরবান প্রকাশের আগে তুমুল তর্কে জড়িয়ে পড়েন সুরকার ও সংগীত আয়োজক আহমেদ হুমায়ূনের সঙ্গে। সে সময় আপত্তিকর বাক্য বিনিময় হয়।

সম্পর্কিত খবর

    তাহলে এই গান কেন শ্রোতারা গ্রহণ করছে না? এ বিষয়ে নোবেলের অভিমত জানতে তার ফোনে ফোন দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

    কী কারণে নোবেলের গানের শ্রোতা নেই? অপরপ্রান্তে একটি নতুন ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। এ কারণেও হতে পারে। তবে গানটি যেহেতু নোবেল নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন একাধিকবার, সেহেতু নোবেলের নিজস্ব ভক্তদের এটা লুফে নেওয়ার কথা ছিল। সমস্যাটা হচ্ছে নোবেলের ভক্তরা নোবেলের নিকট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এর কারণ নোবেল জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থা অনেক বেশি বিতর্কে জড়িয়েছেন, অন্তত এমনটাই অভিমত সঙ্গীত সংশ্লিষ্টদের।

    পূর্বপশ্চিম- এনই

    সঙ্গীতশিল্পী নোবেল
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close