• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলা সিনেমার কিংবদন্তি বুলবুল আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ:  ১৫ জুলাই ২০২২, ১৪:৪০
বিনোদন ডেস্ক

২০১০ সালের ১৫ জুলাই পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই চলচ্চিত্রে অন্যতম সুদর্শন নায়ক নামে খ্যাত বুলবুল আহমেদ। তিনি ঢালিউডের প্রথম ‘মহানায়ক’ ও ‘দেবদাস’। মৃত্যুর এত বছর পরে আজও চলচ্চিত্রপ্রেমীদের অন্তরে অমর হয়ে আছেন তিনি।

বুলবুল আহমেদের জন্ম ১৯৪১ সালে পুরান ঢাকায়। পড়াশোনা শেষ করার পর তৎকালীন ইউবিএল ব্যাংক টিএসসি শাখার ম্যানেজার হিসেবে চাকরিজীবন শুরু করেন তিনি। পাশাপাশি তিনি টিভিতে অভিনয় শুরু করেন। বুলবুল আহমেদ অভিনীত প্রথম টিভি নাটক আবদুল্লাহ আল মামুনের ‘বরফ গলা নদী’।

তিনি ছিলেন একাধারে মঞ্চ, বেতার, টিভি, চলচ্চিত্র অভিনেতা, আবৃত্তিকার এবং অনুষ্ঠান ঘোষক। ১৯৭৩ সালে আবদুল্লাহ ইউসুফ ইমামের (ইউসুফ জহির) ‘ইয়ে করে বিয়ে’র মাধ্যমে প্রথম বড়পর্দায় অভিনয় শুরু করেন তিনি।

বুলবুল আহমেদ ঢাকাই সিনেমার দর্শকের কাছে চিরদিন শ্রদ্ধেয় হয়ে থাকবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি দুই চরিত্র ‘শ্রীকান্ত’ ও ‘দেবদাস’-এ দুর্দান্ত রূপদান করে।

এছাড়া ‘মহানায়ক’, ‘সীমানা পেরিয়ে’, ‘সূর্যকন্যা’ সিনেমাগুলোয় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন অনন্য উচ্চতায়।

অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে সফলতা পেয়েছেন বুলবুল আহমেদ। অভিনয়ের জন্য বুলবুল আহমেদ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

পূর্বপশ্চিমবিডি/এআই

বুলবুল আহমেদ,কিংবদন্তি অভিনেতা,মৃত্যুবার্ষিকী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close