• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাবা হারালেন সংগীতশিল্পী তপু

প্রকাশ:  ২২ জুলাই ২০২২, ১৭:১৭
বিনোদন ডেস্ক

বাবা হারালেন সংগীতশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু। শুক্রবার (২২ জুলাই) ভোর ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তপুর বাবা শামসুদ্দিন আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সম্পর্কিত খবর

    তপু বলেন—‘আজ ভোর রাতে হঠাৎ করেই বাবার শারীরিক অবস্থা খারাপ হয়। ক্রমেই অবস্থার অবনতি হলে বাবাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।’

    তপুর বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে তাদের গ্রামের বাড়ি ভোলায়। সেখানেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তপুর বাবাকে।

    তপুর সংগীত জীবন শুরু হয়েছিল বাবার উপহার দেওয়া একটি গিটারের মাধ্যমে। মেধাবী তপু এসএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে দশম স্থান অর্জন করেছিলেন। সেই খুশিতে বাবা জানতে চান, তার কী পছন্দ। বাবার কাছে গিটারের আবদার করেন কিশোর তপু। বাবাও ছেলের আবদার সানন্দে পূরণ করেন।

    তপুর গাওয়া জনপ্রিয় কয়েকটি গান হলো- ‘এক পায়ে নুপুর’, ‘একটা গোপন কথা’, ‘বন্ধু ভাবো কি’, ‘মন ভালো নেই’, ‘ভুবন ডাঙার হাসি’ প্রভৃতি।

    পূর্বপশ্চিমবিডি/এআই

    সংগীতশিল্পী তপু
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close