• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফের এমপি হতে লড়বেন হিরো আলম

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০২২, ১৫:৩৯
বিনোদন ডেস্ক

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের পদত্যাগে এ আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচন করতে চান আলোচিত আশরাফুল আলম (হিরো আলম)।

সামাজিক যোগাযোগমাধ্যমের এ ঘোষণা দিয়েছেন তিনি।

হিরো আলম জানান, আমি আবার নির্বাচন করতে যাচ্ছি। আমাকে লাঙ্গল প্রতীকে নির্বাচনের সুযোগ না দেওয়া হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেবো।

এই আসনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন হিরো আলম। হিরো আলম জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

ইসির তফসিল অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি এই শূন্য পাঁচ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষদিন ৫ জানুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

উপনির্বাচন,হিরো আলম,আশরাফুল আলম,এমপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close