• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পরিচালক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০২২, ১৩:২২
বিনোদন ডেস্ক

নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচন শুক্রবার (৩০ ডিসেম্বর) এফডিসিতে অনুষ্ঠিত হচ্ছে। সকাল দশটা থেকে ভোট শুরু হয়েছে শেষ হবে বিকেল পাঁচটায়। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।

ভোটের লড়াইয়ে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে বিজয়ীরা আগামী দুই বছর নেতৃত্ব দিবেন পরিচালকদের।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৮৮ জন। প্রথমে শোনা গিয়েছিলো তিনটি প্যানেলের কথা, কিন্তু নির্বাচনে অংশ নিয়েছেন কাজী হায়াৎ-শাহীন সুমন ও মুশফিকুর রহমান গুলজার-জাকির হোসেন রাজু। এই দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ১৯ সদস্যের কমিটির বিপরীতে ৪১টি প্রার্থী নির্বাচন করছেন।

এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু। তার সঙ্গে কমিশনার হিসেবে রয়েছেন পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ভোটগ্রহণ,পরিচালক সমিতির নির্বাচন,প্রতিদ্বন্দ্বিতা,ভোট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close