• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৩২ বছর পর হাউসফুল কাশ্মীরের সিনেমা হল

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০২৩, ১৫:২৮
বিনোদন ডেস্ক

ভারতে শাহরুখ খানের ‘পাঠান’ ঘিরে উন্মাদনা চলছে। করোনা মহামারির পর বলিউডের সুদিন ফিরেছে তার হাত ধরেই। প্রতিদিনই প্রায় একটার পর একটা নজির গড়ছে এ ছবি। তবে এবার ৩২ বছর পর কাশ্মীরে হাউসফুল হয়েছে সিনেমা হল। সেটি ‘পাঠান’-এর হাত ধরেই।

সম্প্রতি শ্রীনগরের সোনওয়ার এলাকায় কাশ্মীরের প্রথম মাল্টিপ্লেক্সের উদ্বোধন হয়। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উদ্বোধন করেন ওই প্রেক্ষাগৃহের। এর ফলে তিন দশক পর সিনেমা হল খুলেছে কাশ্মীরে। আর তাতেই রমরমিয়ে চলছে ‘পাঠান’। দিনে প্রায় ১২ থেকে ১৪টি শো হাউসফুল।

আইনক্সের মালিক বিজয় ধর যে পরিসংখ্যান দিয়েছেন তাতে বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে ১৪টি শো প্রর্দশিত হয়েছে। ছবি মুক্তির দিন নাকি হলে জায়গা ছিল না। আসন সংখ্যা ছাড়িয়ে যায় দর্শকদের ভিড়। বৃহস্পতিবার প্রায় পাঁচটি শো-ই হাউসফুল। তিনি বলেন, ‘প্রথমবার শাহরুখ খানের ছবি কাশ্মীরে, এও এক অভূতপূর্ব সাফল্য।’

প্রথম দিন দেশ-বিদেশ মিলিয়ে ছবিটি ১০৬ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনে সেই নিরিখে ছবির ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ১১৩ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ প্রথম দুদিনে ‘পাঠান’ সারা বিশ্বে ২১৯ কোটি ৬০ লাখ টাকার ব্যবসা করেছে। সপ্তাহান্তে এ সংখ্যা কোথায় দাঁড়ায় সেটির দিকেই এখন সবার চোখ।

বলিউড,শাহরুখ খান,পাঠান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close