• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাসপাতালে ভর্তি ডিপজল, দেখতে গেলেন ডিবির হারুন-জায়েদ খান

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৭
পূর্বপশ্চিম ডেস্ক

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

পোস্টের সঙ্গে চারটি ছবিও দিয়েছেন ডিপজল। ছবিতে দেখা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, অভিনেতা মিশা সওদাগর ও জায়েদ খান তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।

ফেসবুক পোস্টে ডিপজল লিখেছেন, “হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অসুস্থতার কথা শুনে দেখতে এসেছেন ডিবি প্রধান হারুন ভাই, মিশা, জায়েদ খান। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।”

এর আগে, গত ৯ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এছাড়া গত ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চোখের অপারেশন হয় ডিপজলের।

ডিপজলের মেয়ে অলিজা মনোয়ার বলেন, “গত তিন দিন ধরে আমার বাবা হাসপাতালে ভর্তি। বাবার জন্য সবাই দোয়া করবেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে।”

ডিপজল ১৯৯৩ সালে “টাকার পাহাড়” সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা দেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। বর্তমানে সেখানে সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

হাসপাতালে ভর্তি,মনোয়ার হোসেন ডিপজল,ডিবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close