• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কেন আজ দেশে স্বাধীনতা নাই, সবার কাছে জানতে চাই: আসিফ

প্রকাশ:  ২৫ ডিসেম্বর ২০২৩, ২০:৫২
পূর্বপশ্চিম ডেস্ক

একক গায়ক হিসেবে তার যে সাফল্য, জনপ্রিয়তা, তা দেশের সংগীত অঙ্গনে খুব কম মানুষই অর্জন করতে পেরেছেন। বাংলা গানের যুবরাজ খ্যাত সেই শিল্পীর নাম আসিফ আকবর। আসিফ রোমান্টিক গানের পাশাপাশি বেশ কিছু দেশের গানে কণ্ঠ দিয়েও প্রশংসিত হয়েছেন। তার এবারের দেশের গানের শিরোনাম ‘জানতে চাই’। গানটির কথা লিখেছেন আকতার হোসেন। এর সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। এ গান নিয়ে মিউজিক ভিডিও তৈরি করবে প্রযোজনা প্রতিষ্ঠান ই-মিউজিক।

আসিফ ফেসবুক পোস্টে লিখেছেন- ‘গান- জানতে চাই। নতুন প্রজন্মকে বলতে চাই, কেন আজ ঘুমিয়ে আছো, জেগে ওঠো। লাখো শহিদের আত্মায় আজ শান্তি নাই। স্বাধীন করেছিল দেশ, বলেছিল স্বাধীনতা চাই। কেন আজ দেশে স্বাধীনতা নাই, সবার কাছে জানতে চাই।’

তিনি আরও লিখেছেন- প্রিয় সুমন কল্যাণ, বাংলাদেশের একজন গুণী মিউজিশিয়ান। আমাদের সম্পর্ক দীর্ঘদিনের হলেও একসঙ্গে কাজ করা হয়নি দুঃখজনকভাবে। সুমন কল্যাণ দাদার সুর ও সংগীতে আজ গাইলাম একটি দেশের গান। অনেকদিন পর দেশের গানটি গেয়ে মনে খুব প্রশান্তি পেয়েছি। কৃতজ্ঞতা ভাই আমার।

আসিফ আরও লিখেছেন- গানটি গাওয়ার জন্য আমাকে সিলেক্ট করেছে স্নেহের ইয়ামিন ইলান, ভিডিও তৈরি করবে ইলানের প্রযোজনা প্রতিষ্ঠান ই-মিউজিক। সুদূর ফ্রান্সে প্রবাসে থাকা একজন আকতার হোসেনের গীতি-কবিতায় দেশপ্রেমের আর্তি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। আক্তার হোসেন ভাইকে ধন্যবাদ চমৎকার লেখনীর জন্য। দেশটা সবার, কারো নয় একার। ভালোবাসা অবিরাম।

আসিফ,স্বাধীনতা,সংগীত,শিল্পী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close