• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জন্মদিনে টিভিতে নায়করাজ রাজ্জাককে নিয়ে তথ্যচিত্র ‘রাজাধিরাজ’

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০২৪, ১৮:৪৪
পূর্বপশ্চিম ডেস্ক

প্রয়াত চিত্রনায়ক রাজ্জাকের ৮২তম জন্মদিন আজ। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের কলকাতা শহরের নাকতলায় জন্মগ্রহণ করেন তিনি, বেড়ে ওঠাও সেখানে।

স্বাধীনতার আগে ১৯৬৪ সালে ভারত ছেড়ে স্ত্রী লক্ষ্মী ও একমাত্র সন্তান বাপ্পারাজকে নিয়ে অনিশ্চিত গন্তব্য ঢাকায় আসেন। পরবর্তী সময়ে কষ্ট ও মেধার অসামান্য সমন্বয়ে নিজেকে চলচ্চিত্রে প্রতিষ্ঠিত করেন নায়করাজ হিসেবে। ২০১৭ সালের ২১ আগস্ট মারা যান তিনি।

বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি নায়ক ছিলেন রাজ্জাক। বাংলা চলচ্চিত্র পত্রিকা চিত্রালীর সম্পাদক আহমদ জামান চৌধুরী তাকে নায়করাজ উপাধি দিয়েছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অত্যন্ত প্রতাপের সঙ্গে তিন শতাধিক বাংলাদেশি ছবি এবং বহু ভারতীয় ছবিতে অভিনয় করেছেন। কাজ করেছেন উর্দু ছবিতেও।

এদিকে জন্মদিনে রাজ্জাককে স্মরণ করে চ্যানেল আই দিনব্যাপী আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানের। রাজ্জাককে নিয়ে বিকেল ৫টা ২৫ মিনিটে প্রচারিত হয় শাইখ সিরাজ নির্মিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রমাণ্যচিত্র “রাজাধিরাজ”। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম প্রথম আলো।

রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগেই শাইখ সিরাজ তথ্যচিত্রটি নির্মাণে হাত দেন। এ প্রামাণ্যচিত্রে রাজ্জাকের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। পাশাপাশি একই সময়ে তাঁর কলকাতায় বেড়ে ওঠা, সেখানকার নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবের স্মৃতিচারণা, সিনেমার অংশ এবং রাজ্জাক অভিনীত সিনেমার গান এই তথ্যচিত্রে সংযোজন করা হয়েছে। এছাড়া রাজ্জাককে নিয়ে কথা বলেছেন অভিনয়জীবনের সহশিল্পী ববিতা, প্রয়াত কবরী প্রমুখ।

দিনব্যাপী আয়োজনে চ্যানেল আইয়ের প্রতিদিনের অনুষ্ঠান “তারকা কথন”, “এবং সিনেমার গান” এর বিশেষ পর্ব প্রচারিত হবে। “তারকা কথন” এর বিশেষ পর্বে অংশ নেবেন নায়করাজের পরিবারের সদস্যরা।

বিনোদন,চিত্রনায়ক,রাজ্জাক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close