• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নাটক পরিচালনা করলেন আবুল হায়াত

প্রকাশ:  ০৩ মার্চ ২০২৪, ১৭:৪৭ | আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২০:২৭
পূর্বপশ্চিম ডেস্ক

নতুন একটি নাটক পরিচালনা করেছেন প্রখ্যাত অভিনেতা ও নাট্যপরিচালক আবুল হায়াত। বিভিন্ন সময়ে বিশেষ অনুষ্ঠানকে ঘিরে নাটক নির্মাণের ধারাকে অব্যাহত রেখে সম্প্রতি এক ঘণ্টার একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি।

রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে “শিলাবৃষ্টির শরবত” নামে এই নাটকটি নির্মিত হয়েছে। গল্পের নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত।

নাটকে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারি মম ও শাহেদ শরীফ খান।

আবুল হায়াত বলেন, “‘শিলাবৃষ্টির শরবত’ গল্পটি সত্যিই অনন্য ও অবিশ্বাস্যভাবে অসাধারণ। আমি প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প থেকে চিত্রনাট্যটি তৈরি করেছি। এই প্রযোজনার পরিচালনায় আমি দারুণ উপভোগ করেছি।”

দর্শকরা নাটকটি উপভোগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আবুল হায়াত বলেন, “অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও অনেক তৃপ্তি পাই। যখনই ভালো গল্প বলার থাকে তখনই পরিচালনা করি।”

জাকিয়া বারী মম বলেন, “আবুল হায়াত চাচা একজন অসম্ভব মেধাবী, একজন প্রতিভাবান শিল্পী। তার নির্দেশনায় কাজ করতে পেরে ভালো লাগছে। নাটকটি সবার ভালো লাগবে বলে আমি আশাবাদী।”

বিনোদন,নাটক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close