• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দাপট দেখাচ্ছে ‘কুং ফু পান্ডা ৪’

প্রকাশ:  ১৮ মার্চ ২০২৪, ২১:৩৫
পূর্বপশ্চিম ডেস্ক

হলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমওয়ার্কস অ্যানিমেশনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কুংফু পান্ডা। ২০০৮ সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায়। এরপর একে এক ২০১১ সালে কুংফু পান্ডা-২, ২০২৬ সালে কুংফু পান্ডা-৩ মুক্তি পায়। ৮ মার্চ মুক্তি পেয়েছে ‘কুং ফু পান্ডা ৪’।বিগ বাজেটের এই অ্যানিমেশন সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। খবর : ভ্যারাইটি মাইক মিচেল পরিচালিত ‘কুং ফু পান্ডা ৪’ বক্স অফিসে ডোমেস্টিক আয়ের দিক থেকে এখনো চালকের আসনে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে শুধু মার্কিন মুল্লুকে সিনেমাটি আয় করেছে ৩০ মিলিয়ন ডলার।

এ ছাড়া ১০ দিনে উত্তর আমেরিকাযর বিভিন্ন দেশ থেকে ১০৭ মিলিয়ন আয় করেছে সিনেমাটি। আর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৭৬.৫ মিলিয়ন মার্কিন ডলার। তাই ধারণা করা হচ্ছে আয়ের দিক থেকে সিনেমটি এই ফ্রাঞ্চাইজির বিগত সকল সিনেমার রেকর্ড ভেঙে দেবে।

সিনেমার বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছে একঝাঁক তারকা। তাদের মধ্যে পো চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেতা জ্যাক ব্লাক।

এ ছাড়া জেহেন চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাকওয়াফিনা, ক্যামলন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী ভিওলা ডেভিস, সিফু চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ডাস্টিন হলফম্যানসহ আরও অনেকে। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার।

হলিউড,সিনেমা,কুং ফু পান্ডা ৪
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close