• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সরকারি অনুদানের ৭৫% বাণিজ্যিক সিনেমায় দেওয়ার দাবি মিশার

প্রকাশ:  ২৩ এপ্রিল ২০২৪, ২২:৪২
পূর্বপশ্চিম ডেস্ক

সরকারি অনুদানের সিনেমার ৭৫% বাণিজ্যিক সিনেমাকে দেওয়ার দাবি জানিয়েছেন শিল্পী সমিতির নতুন সভাপতি অভিনেতা মিশা সওদাগর।

সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচনের পরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন তিনি।

মিশা সওদাগর বলেন, ‘‘আমাদের প্রস্তাব থাকবে ৭৫% অনুদান বাণিজ্যিক সিনেমাকে দিতে হবে। এখান থেকে একটা অংশ টাকা যেন ফেরত যায়, সে নিশ্চয়তা যেন দেওয়া হয়। সরকার যদি এক কোটি টাকা দেয়, আমরা ২৫-৩০% ফেরত দেব।’’

তাকে সমর্থন জানান সমিতির নতুন সভাপতি ডিপজল। তিনি বলেন, ‘‘অনুদানের ছবিতে টাকা দিচ্ছে ৪০ লাখ। ছবিতে খরচ হয় ৭০–৮০ লাখ থেকে ১ কোটি। ১ কোটিতেও এখন ভালো ছবি হয় না।’’

তিনি বলেন, ‘‘দেড়-দুই কোটি লাগে। যে অনুদান আনে, সে ২০ পারসেন্ট খাইয়া ফেলল। ২০ পারসেন্ট খাইয়া ফেললে থাকে ২০ লাখ। ওইটায় হয় একটা নাটক, নট অনুদানের কোনো একটা ভালো ছবি। আমি মনে করি, অনুদান বন্ধ কইরা দিলে ভালো। গভর্নমেন্টের টাকাটা নষ্ট হচ্ছে। ভালো কাজে লাগছে না। হয়তো দু-একা ভালো হচ্ছে। বাকি সবই জিরো পজিশন। অনুদানের কোনো ছবি চলছে, একটা নাম বলেন?’’

এ সময় নতুন সাধারণ সম্পাদক ডিপজল সিনেমা হলের ওপর থেকে ট্যাক্স কমানোর দাবি জানিয়ে বলেন, ‘‘একটা টিকিট কাটতে গেলে ৫০০ টাকা লাগে। একটা রিকশাওয়ালা কি ৫০০ টাকা দিয়া ছবি দেখতে পারবে?’’

বাণিজ্যিক ছবি নির্মাণ কঠিন উল্লেখ করে সংবাদ সম্মেলনে মিশা সওদাগর বলেন, ‘‘খেটে খাওয়া মানুষ দিনের শেষে তালি মারবে, হুররে বলবে, শিস বাজাবে...এ ধরনের ছবি হয় না। আঁতেল মার্কা ছবি তো ইচ্ছা করলেই বানানো যায়। কিন্তু হুররে, শিটি মারা সিনেমা বানানো বহুত কঠিন।’’

অভিনেতা,চলচ্চিত্র,শিল্পী সমিতি,সভাপতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close