Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textতৌকির আহমেদের নতুন সিনেমা 'ফাগুন হাওয়ায়' এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে।
রাজধানীর এক অভিজাত হোটেলে শুক্রবার (১৬ নভেম্বর) ওয়ালটনের সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রকাশ করা হয় পোষ্টারটি। একই সাথে জানানো হয়েছে ছবির মুক্তির তারিখ।
ভাষার মাস ফেব্রুয়ারিতে অর্থাৎ ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। এক আনুষ্ঠানিক বক্তব্যে এ কথা জানান ছবির পরিচালক তৌকির আহমেদ ও ছবিটির পরিবেশক জাহিদ হাসান অভি।
‘ফাগুন হাওয়ায়’ ছবিটি তৌকির আহমেদের ষষ্ঠ সিনেমা। এতে অভিনয় করেছেন তিশা, সিয়াম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। এই ছবির মাধ্যমে তিশা ও সিয়াম প্রথমবারের মতো জুটি বাঁধলো বড় পর্দায়। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা যশপাল শর্মা।
খুলনার পাইকগাছা ও এর আশেপাশের এলাকায় ও সেখানকার বিশাল খোলা প্রান্তরের জনপদেই ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার শুটিং করেছেন তৌকির আহমেদ।
প্রসংগত, মূলত আমাদের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে তৈরি করা হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম এবং পরিবেশনা করবে দ্য অভি কথাচিত্র।
/আরিফ