Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৯, ১১ মাঘ ১৪২৫
  • ||

শাকিব-বুবলীর নতুন সিনেমা 'টাইগার'

প্রকাশ:  ১১ জানুয়ারি ২০১৯, ১৮:০৫
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট icon
ছবি: সংগৃহীত।

জনপ্রিয় নির্মাতা মালেক আফসারীর নতুন সিনেমা 'টাইগার'-এ জুটি বেঁধেছেন ঢালিউড কিং শাকিব খান ও মিষ্টি মেয়ে বুবলী।

মালেক আফসারী জানান, প্রযোজক মোহাম্মদ ইকবাল এ বছর ৫টি ছবি তৈরি করবেন। 'টাইগার' এই প্রোজেক্টের দ্বিতীয় ছবি। প্রথম ছবি হিসেবে সিরিয়ালে ছিল কাজী হায়াৎ পরিচালিত 'বীর'। তিনি অসুস্থ থাকার কারণে 'বীর' ছবির শ্যুটিং বন্ধ রয়েছে। ফলে শ্যুটিং শুরু হচ্ছে 'টাইগার' ছবিটির।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শ্যুটিং শুরু হবে বলে জানিয়ে তিনি বলেন, 'শাকিব খান-বুবলী ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করবেন সম্রাট ও অস্ট্রেলিয়া প্রবাসী এক অভিনেত্রী। আর খল চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, শিবা শানু প্রমুখ।

পিবিডি/ হাসনাত

টাইগার,বুবলী-শাকিব,মালেক আফসারী
apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত