• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে ‘ফাগুন হাওয়ায়’

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৬
বিনোদন প্রতিবেদক

সিয়াম-তিশা অভিনীত, তৌকির আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি আগামী ১৫ ফেব্রুয়ারি বায়ান্নোর ভাষা আন্দোলনের সালটার সঙ্গে সামঞ্জস্য রেখে শুক্রবার (১৫ ফেব্রু.) সারাদেশের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। হলের সংখ্যা এর বেশি বাড়বে না কমবেও না বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

ভাষা আন্দোলনের সময়ে মফস্বলের মানুষের ভাবনা, আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবিটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ।

তৌকীর আহমেদ বলেন, ছবিটিতে ৫২-এর ঘটনাবলি থাকলেও ভালোবাসা, মানবিক বিষয়, কমেডিসহ প্রচুর হিউমার আছে। দর্শকেরা এখানে সব ধরনের উপাদানই পাবেন। মুক্তির প্রথম সপ্তাহে ৫২ হলে এলেও পরবর্তী সময়ে সংখ্যাটি বাড়তে পারে।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’ সিয়াম-তিশা ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, বলিউডের অভিনেতা যশপাল শর্মা প্রমুখ।

একযোগে সারাদেশে মহা সমারোহে ছবিটি যে সকল প্রেক্ষাগৃহে চলবে:

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি),

স্টার সিনেপ্লেক্স (সিমান্ত সম্ভার),

ব্লক বাস্টার সিনেমা (যমুনা),

শ্যামলী (ঢাকা),

বলাকা (ঢাকা),

সিলভার স্ক্রিন (চট্টগ্রাম),

মধুমিতা (ঢাকা),

রাজমণি (ঢাকা),

চিত্রামহল (ঢাকা),

সনি (ঢাকা),

বিজিবি (ঢাকা),

সৈনিক ক্লাব (ঢাকা),

পুনম (ঢাকা),

রাণী মহল (ডেমরা),

বর্ষা (গাজীপুর),

সেনা অডি: (সাভার),

নিউ মেট্রো (নারায়নগঞ্জ),

আলমাস (চট্টগ্রাম),

ছায়াবাণী (ময়মনসিংহ),

অভিরুচি (বরিশাল),

শাপলা (রংপুর),

শঙ্খ (খুলনা),

লিবার্টি (খুলনা),

নন্দিতা (সিলেট),

সত্যবতী (শেরপুর),

সাগরিকা (চালা, সিরাজগঞ্জ),

মডার্ণ (দিনাজপুর),

রুপকথা (পাবনা),

বাবুল (রাজশাহী),

মম ইন (বগুড়া),

বনলতা (ফরিদপুর),

মোহনা (কোনাবাড়ী),

মোহন (হবিগঞ্জ),

প্রিয়া (ঝিনাইদহ),

পান্না (মুক্তারপুর),

ছন্দা (পটিয়া),

লাভলী (কাঁচপুর),

সোহাগ (বগুড়া),

রাজ (কুলিয়ার চর),

তিতাস (পটুয়াখালী),

নবীন (মানিকগঞ্জ),

চিত্রবানী (গোপালগঞ্জ),

হীরামন (নেত্রকোনা),

হ্যাপী (লক্ষীপুর),

কানন (ফেনী),

রাজমহল (চাপাইনবাবগঞ্জ),

ঝর্ণা (দাউদকান্দি),

কেয়া (টাঙ্গাইল),

মিনি গুলশান (জিনজিরা),

আশা (মেলান্দহবাজার),

রুমা (মুক্তাগাছা),

মাধবী (মধুপুর),

চিত্রালী (খুলনা) এবং

সঙ্গীতা (সাতক্ষীরা)।

পিবিডি/ ইকা

ফাগুন হাওয়ায়,প্রেক্ষাগৃহ,তালিকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close