• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‌ভারত-পাকিস্তান নিয়ে হাস্যরসের অনুষ্ঠান, ক্ষমা চাইলেন নোয়া

প্রকাশ:  ০৪ মার্চ ২০১৯, ১৪:৪২ | আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৪:৪৩
বিনোদন ডেস্ক

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের হাস্যরসের অনুষ্ঠান ‘‌দ্য ডেইলি শো’‌তে মজা করেছিলেন মার্কিন কমেডিয়ান ট্রেভর নোয়া।

অনুষ্ঠানে দু’‌দেশের মধ্যের বর্তমান উত্তেজনা সম্পর্কে বলতে গিয়ে ট্রেভর বলেছিলেন, তিনি চান না দুই দেশের মধ্যে যুদ্ধ হোক। তবে যদি তা হয়ও তাহলে তা হবে বিশ্বের সব থেকে আমোদকারী যুদ্ধ।

সম্পর্কিত খবর

    একথা বলার সময় পাঞ্জাবি গান গেয়ে বলিউডি নায়কের ভঙ্গিমায় নেচেছিলেন ট্রেভর নোয়া। এরপরই ট্রেভরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেয় নেটিজেনরা। তারা প্রশ্ন তোলেন, কীভাবে একটা দেশের উত্তেজনাপর্ণ আবহাওয়া নিয়ে কেউ মজা করতে পারেন। কোনও দেশের সেনাদের ব্যঙ্গ করতে পারেন।

    বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী ট্রেভরের সমালোচনা করেন। অবশেষে ৩৫ বছরের মার্কিন কমেডিয়ান ক্ষমা চেয়ে টুইট করেন, ‘আমার করা মজা নিয়ে মানুষ যত চিন্তিত, ততটা ভারত-পাকিস্তানের বর্তমান সমস্যা নিয়ে নয়। অনেক সময়ই কমেডিয়ানদের করা মজা মানুষদের কাছে প্রকৃত ঘটনার থেকেও যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমার মাকে যখন মাথায় গুলি করা হয়েছিল, সেদিনও আমি কমেডি করেছিলাম। কমেডিয়ান হিসেবে আমি কমেডি করি যাতে মানুষ দুঃখকষ্ট ভুলতে পারে। কিন্তু আমি দুঃখিত আমার মজায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন। আমি কাউকে আঘাত করতে কখনওই চাইনি।

    প্রসঙ্গত এর আগেও বহুবার নানান মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ট্রেভর নোয়া।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close