• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৭ মার্চ ‘জয় বাংলা কনসার্ট’

প্রকাশ:  ০৫ মার্চ ২০১৯, ১৮:৩৭
বিনোদন ডেস্ক

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরতে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়বাংলা কনসার্ট।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই’র অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা।পঞ্চম বারের মতো এই আয়োজনের সঙ্গে থাকছে তারা।

ইয়াং বাংলা জানায়, আগামী ৭ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটি হবে। বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। এবার কনসার্ট মাতাবে দেশের ৮টি জনপ্রিয় ব্যান্ড। এগুলো হলো- আর্টসেল, চিরকুট, নেমেসিস, লালন, ক্রিপটিক ফেইট, বে অব বেঙ্গল, শূন্য ও আরবোভাইরাস। ব্যান্ডগুলো নিজেদের গান ছাড়াও প্রতিবছরের মতো এবারও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে।

জানা যায়, ৭ মার্চ শুরু হতে যাওয়া ‘জয়বাংলা কনসার্ট’-এর প্রবেশ টিকেট পেতে অনলাইনে শুরু হয়েছে নিবন্ধন। শুক্রবার শুরু হওয়া এ নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত।

যেভাবে নিবন্ধন করবেন-

প্রথম ধাপ: কম্পিউটার, ট্যাব কিংবা মোবাইল থেকে যেকোনো ইন্টারনেট ব্রাউজারে গিয়ে youngbangla.org ঠিকানায় লগইন করুন। টিকেট পেতে ticket.youngbangla.org ঠিকানায় লগইন করুন। পেয়ে যাবেন আপনার নিবন্ধন পেজ (REGISTRATION FORM)।

দ্বিতীয় ধাপ: এবার REGISTRATION FORM এর নিচে রাখা বক্সগুলো পূরণ করতে হবে। মনে রাখবেন, আপনার নাম, ঠিকানা, জেলার নাম, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, জন্মসাল, জেন্ডার, পেশা পূরণ করতে হবে বাধ্যতামূলক। আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের নাম ও আপনার পদবীও দিতে পারেন।

এরপর নিবন্ধন ফরমের আইডি টাইপ অপশন-এ মাউস কার্সর রাখুন। যেখানে আপনাকে চারটি অপশন দেয়া (এনআইডি, জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স) থাকবে। আপনার কাছে যেটি থাকবে সেটি সিলেক্ট করে পরবর্তী বক্সে সেটির (এনআইডি, জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স) নম্বর দিতে হবে। মনে রাখবেন এই দুটি বক্স পূরণ ছাড়া আপনার নিবন্ধন সম্পূর্ন হবেনা।

শেষ ধাপ: নিবন্ধন ফরমের সবগুলো বক্সে সঠিক তথ্য দিয়ে পূরণ করা পর একদম নিচে I have read and I agree to the Joy Bangla Concert Ticketing Terms and Condition- নামের আগে একটি বক্সে ক্লিক করতে হবে। আপনি শর্তসমসূহ একবার পড়ে নিতে পারেন চাইলে।এরপর সাবমিট বাটনে ক্লিক করে অপেক্ষা করবেন।

আপনার সাবমিশন সম্পন্ন হলে পর্দায় একটি বার্তা ভেসে উঠবে। যেখানে আপনাকে অভিনন্দন জানানোর পাশাপাশি আপনার দেয়া ই-মেইল ঠিকানায় ফ্রি টিকেট পাঠানোর বিষয়টি তুলে ধরা হবে।

সিআরআই কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ জানান, সফলভাবে নিবন্ধন সম্পন্ন হলে কনসার্টের প্রবেশ টিকেট পৌঁছে যাবে ইমেইলে। তবে ইয়াং বাংলা নির্ধারিত সময়সূচির মধ্যেই নিবন্ধনের সম্পন্ন করতে হবে।

১৯৭১ সালের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৫ সাল থেকে প্রতি বছর জয় বাংলা কনসার্টের আয়োজন করে আসছে বাংলাদেশের তরুণদের অন্যতম বড় নেটওয়ার্ক ইয়ং বাংলা।

পিবিডি/ ইকা

মার্চ,কন্সার্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close