• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

'জাহালম' এবার পর্দায়

প্রকাশ:  ১২ মার্চ ২০১৯, ১৮:০০
বিনোদন প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৩৩ মামলার ‘ভুল আসামি’ আলোচিত জাহালমকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘জাহালম’। নির্মাতা মারিয়া আফরিন তুষার জানিয়েছেন, সিনেমাটিতে অভিনয় করবেন ১৫ জন চলচ্চিত্র নির্মাতা।

তিনি বলেন, বিনা অপরাধে ৩ বছর কারাগারে ব‌ন্দী থাকা জাহালমকে নিয়ে ছবি নির্মাণ করছি। ছবিতে তার জীবনের সুখ-দুঃখের গল্পগুলো তুলে ধরা হবে। কিছুদিনের মধ্যেই আমরা ছবির শুটিং শুরু করব।

খুব শিগগিরই এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করা হবে। তখন অভিনয় শিল্পীদের নাম ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ৩ বছর বিনা অপরাধে কারাগারে ব‌ন্দী ছিলেন এই জাহালম। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতি করেছেন। অথচ মূল আসামি ছিলেন আবু সালেহ নামের এক জালিয়াত। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আসামি হয়ে বন্দী জীবন কাটিয়েছেন পাটকল শ্রমিক জাহালম।

পিবিডি/ ইকা

জাহলাম,সিনেমা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close