• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রতারণার অভিযোগে ভেঙ্কটেশের প্রযোজককে পুলিশের জেরা

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০১৯, ১৫:৫০ | আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৬:১৫
বিনোদন ডেস্ক

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধারকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁর বিরুদ্ধে ২৪ কোটি টাকার প্রতারণা অভিযোগ উঠেছে। এছাড়াও, সারদা সহ অন্যান্য চিটফান্ড কোম্পানিরও ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে তিনি সদর্থক ভূমিকা নেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র, চিটফান্ড ব্যানিং অ্যাক্ট সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানু.) গ্রেফতারের পরে রাত দেড়টা পর্যন্ত টানা জেরা করা হয় তাঁকে। এরপর শুক্রবার সকাল ৭টা থেকে ফের জেরা শুরু করা হয় তাঁকে।

অভিযোগ উঠেছে, রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে ২৪ কোটির চুক্তি হয় শ্রীকান্ত মোহতার। চুক্তি অনুযায়ী, রোজভ্যালির হয়ে বেশকয়েকটি ফিল্ম তৈরির কথা ছিল মোহতার। চুক্তি অনুযায়ী কোনও ফিল্মই শুটিং ফ্লোরে যায়নি। চিটফান্ড ব্যবসায় গৌতম কুণ্ডুকে সাহায্যের প্রতিশ্রুতি দেন মোহতা। ব্যবসা বাড়াতে প্রভাবশালীদের সঙ্গে রোজভ্যালি কর্তার পরিচয় করানোর প্রতিশ্রুতি দেন। সিবিআই জেরায় এসবই জানান রোজভ্যালি কর্তা।

শ্রীকান্ত মোহতাকে এবিষয়ে প্রশ্ন করা হলে সঠিক উত্তর দিতে পারেননি শ্রী ভেঙ্কটেশ ফিল্মের কর্ণধার।

পিবিডি/ ইকা

পুলিশ,প্রযোজক,প্রতারণা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close