• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||

প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন-পিডিও এখন ‘আমি প্রবাসী’ অ‌্যাপে

প্রকাশ:  ২৩ জুলাই ২০২২, ২২:১৭
পূর্বপশ্চিম ডেস্ক

প্রবাসী কর্মীদের বাধ‌্যতামূলক প্রক্রিয়াসমূহ সহজ ও স্বাচ্ছন্দে পরিচালিত করতে ডিজিটাল ব‌্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। এই প্রক্রিয়াটির একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ অংশ হলো ‘আমি প্রবাসী’ অ‌্যাপ।

সম্পর্কিত খবর

    এই পরিক্রমায় এখন যুক্ত হলো প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন- পিডিও সেশনের বুকিং। যা সহজ কিছু ধাপ অনুসরণ করেই ‘আমি প্রবাসী’ অ‌্যাপ-এর মাধমে সম্পন্ন করা সম্ভব।

    ধাপগুলো হলো-

    ১. ‘আমি প্রবাসী’ অ‌্যাপে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন সিলেক্ট করুন।

    ২. গন্তব‌্য দেশ, টেকনিক‌্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), তারিখ এবং সময় সিলেক্ট করুন।

    ৩. পেমেন্টের পর আপনি QR Code সম্বলিত এনরোলমেন্ট কার্ড পাবেন।

    ৪. এনরোলমেন্ট কার্ডে আপনার ছবি যোগ করুন।

    ৫. ট্রেনিং শেষে QR Code সম্বলিত সার্টিফিকেট ডাউনলোড করুন।

    মনে রাখবেন, বিদেশ যেতে সার্টিফিকেট অবশ‌্যক। অ‌্যাপটি ডাউনলোড করতে- গুগল প্লে-স্টোর Cutt.ly/MToskR3 এবং আইওএস অ‌্যাপ স্টোর cutt.ly/GLP3bG2 – এ ভিজিট করুন।

    পূর্বপশ্চিমবিডি/এআই

    আমি প্রবাসী অ্যাপ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close