• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||

ঘুষ দেওয়ার অপরাধে মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে জরিমানা

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০২২, ১৪:৫৩
প্রবাস ডেস্ক

পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে বাংলাদেশি এক এস্টেটকর্মীকে ৩০০০ রিঙ্গিত জরিমানা করেছে মালয়েশিয়ার সেশন কোর্ট।

গত বছর পুলিশের একজন ট্রাফিক সার্জেন্টকে ঘুষ দেওয়ার দায়ে তাকে অভিযুক্ত করেছে আদালত।

এ খবর দিয়ে মালয়েশিয়ার অনলাইন বারনামা বলছে, বাংলাদেশি ওই যুবকের নাম ওবায়দুল খান (৩০)। গত বছর তিনি মোটরসাইকেল চালানোর সময় মাথায় হেলমেট পরেননি। এ জন্য তার বিরুদ্ধে যাতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হয়, সেজন্য পুলিশের ওই সার্জেন্টকে তিনি ৫০ রিঙ্গিত ঘুষ দিয়েছিলেন।

এর পক্ষে প্রমাণ পেয়েছেন বিচারক আহমাদ কামার জামালউদিন। ঘুষ দেওয়ার ওই ঘটনা ঘটে ২০২১ সালের ১১ মে বিকেল প্রায় ২টায় মানজাংয়ে। তবে ঘুষ গ্রহণ করা পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে বা হচ্ছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

মালয়েশিয়া,বাংলাদেশি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close