• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে মালয়েশিয়ায় তিন বাংলাদেশি আটক

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩০
আহমাদুল কবির, মালয়েশিয়া

বৈধ কাগজ পত্র না থাকলেও বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হলো তিন বাংলাদেশি। শুক্রবার (১লা ফেব্রুয়ারি) সন্ধ্যায় মালয়েশিয়ার মেরিন পুলিশ ফোর্স (পিপিএম) কর্তৃক ওই তিন বাংলাদেশিকে আটক করে (পিপিএম)। পোর্টক্ল্যাং পাবলিক জেটিতে বন্ধুর সঙ্গে দেখা করতে যেয়ে মেরিন পুলিশের অভিযানে আটক হয় তারা।

আটককৃত তিন বাংলাদেশির বয়স আনুমানিক ৩৬ থেকে ৪৫ বছর। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি।

পোর্ট ক্ল্যাং পিপিএম অপারেশন অফিসার, ডেপুটি সুপারিনটেনডেন্ট খায়রুদ্দীন জামাল জানান, আটককৃতরা তাদের সহকর্মীর সাথে দেখা করতে জেটিতে এসেছিলেন বলে মনে করছেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় তারা জানান একে অপরকে তারা জানেন না । কোন বৈধ ভ্রমণ নথি প্রদর্শন করতে ব্যর্থ হওয়ার পর তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত তিনজনকে পোর্ট ক্ল্যাং পিপিএম অপারেশন সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৬৯/৬৩ এর ধারা ৬ (১) (গ) এর অধীনে গ্রেফতার দেখানো হয়েছে।

/পিবিডি/পি.এস

মালয়েশিয়া,বাংলাদেশি,আটক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close