• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টিকটকে চালু হচ্ছে গেমস

প্রকাশ:  ২৭ অক্টোবর ২০২২, ২১:৫৭
পূর্বপশ্চিম ডেস্ক

এবার গেমও খেলা যাবে টিকটকে। এ জন্য অ্যাপের মধ্যে গেমস ট্যাব যুক্ত করা হবে। ট্যাবটিতে ক্লিক করলেই বিভিন্ন গেম দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো গেম খেলতে পারবেন। সূত্র: ম্যাশেবল।

জানা গেছে, ২ নভেম্বর টিকটক অ্যাপে গেমস ট্যাব চালু করা হতে পারে।

ছোট আকারের ভিডিও তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে টিকটক। এবার গেমারদের নিজেদের দলে টানতে চায় চীনা অ্যাপটি। শুধু ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিই নয়, গেমগুলোতে বিজ্ঞাপন দেখানোর পাশাপাশি অর্থের বিনিময়ে বিভিন্ন ফিচার ব্যবহারের সুযোগ থাকায় আয়ও হবে টিকটকের।

উল্লেখ্য, গেম খেলার সুযোগ দিতে নিজেরাই বিভিন্ন গেম তৈরি করেছে টিকটক। গত মে মাস থেকে ভিয়েতনামের বেশ কিছু ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে গেমগুলো খেলার সুযোগ দেওয়া হয়। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীর ওপর গেমগুলোর কার্যকারিতা পরখ করেছে টিকটক কর্তৃপক্ষ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

টিকটক,গেমস,অ্যাপ,বিশ্ব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close