ঈদে চোখ ধাঁধানো সুন্দর করে সাজাতে পারেন ঘর

ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সারাদেশে ঈদকে ঘিরে আনন্দ আর উচ্ছ্বাসের জোয়ার বইয়ে যায়। যারা সারা বছর নানা কারণে বিষন্ন বা কষ্টে থাকেন তারাও এই দিনটিকে “দুঃখ ভোলা” দিনে পরিণত করেন।
ঈদের আগেই ঘর পরিপাটি করে গুছিয়ে নিতে পারেন। এদিন যেহেতু আত্মীয়-স্বজনরা বাসায় আছেন সেহেতু একটু আলাদা গোছগাছ দাবি করে। যেভাবে এ দিন ঘর গোছাতে পারেন তা তুলে ধরা হলো-
সম্পর্কিত খবর
প্রথমেই ঘর পরিষ্কার করে ঝুল ঝেড়ে নিয়ে, আসবাবপত্র পরিষ্কার করে নিতে হবে। বিছানায় পছন্দের চাদর বিছিয়ে সাথে ম্যাচিং বালিশের কভার ও লাগিয়ে নিন।
ইদানীং ইনডোর প্ল্যান্টের মাধ্যমে বসার ঘরে সবুজের ছোঁয়া দেওয়া যেতে পাবে। সাথে ম্যাচিং করে সোফার কভার লাগিয়ে নিতে পারেন। আনতে পারেন কুশন কভারের ক্ষেত্রে ভিন্নতা। একটা সময় গুটিকয়েক ফ্যাশন প্রিয় মানুষের ঘরে কুশন দেখা মিললেও এখন সচরাচর প্রায় সকলের ঘরেই শোভা মেলে। কারণ ঘরের সৌন্দর্য বর্ধনে কুশন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আবার আরামের উপকরণ হিসেবেও কুশন বেশ চমৎকার।
বসার ঘরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা করে সেখানে বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন। এতে আপনার মনটাও বেশ ভালো থাকবে।
বর্তমানে ওয়াল পেইন্টিং এর প্রতি মানুষের ঝোঁক বেড়েছে। তাই ঈদের আগে এক রঙা ঘরের দেয়াল পেইন্টিং করিয়ে নিতে পারেন। কিংবা দেওয়ালে ওয়ালপেপার ও লাগিয়ে নিতে পারেন।
খাবার পরিবেশনের ক্ষেত্রে প্লেট যতটা সাধারণ হবে; ততই সুন্দর আর আকর্ষণীয় দেখাবে। সাদা রঙের প্লেট-বাটি রাখতে পারেন অথবা পোরসিলিনের বাসনও ব্যবহার করতে পারেন। এখন পোরসিলিনটাই বেশি পছন্দ করছে সবাই। টেবিল ম্যাটও ব্যবহার করতে পারেন কিংবা টেবিল রানার বিছিয়ে নিতে পারেন।
খাবার টেবিলের মাঝে ছোটো ফুলদানিতে ফুল কিংবা মোমদানী বসিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনার খাবার টেবিলটি। ঘরের এক কোণে কিছু সবুজ ইনডোর প্ল্যান্ট রাখতে একদমই ভুলবেন না।