• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দাম কমছে আইফোনের

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:০৭ | আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:০৮
পূর্বপশ্চিম ডেস্ক

অনেকের পছন্দের তালিকায় প্রথমে থাকলেও উচ্চ মূল্যের কারণে বাজার হারাচ্ছে আইফোন। তাই নতুন আইফোনের দাম কমানোর কথা চিন্তা করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।

তেমন ইঙ্গিতই দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।

সম্পর্কিত খবর

    সম্প্রতি বিক্রি কম হওয়ায় আইফোনের রাজস্ব ১৫ শতাংশ কমে গেছে। তার প্রভাব পড়েছে এর বার্ষিক রাজস্ব খাতেও। প্রত্যাশার তুলনায় প্রায় ৮৪ বিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছে তারা। গেল বছরের তুলনায় যা পাঁচ শতাংশ কম।

    এ ক্ষতির কারণ হিসেবে তারা মূলত চায়নার অর্থনৈতিক মন্দা অবস্থাকেই দায়ী করে আসছে প্রতিষ্ঠানটি। চীন অঞ্চলে বাণিজ্য যুদ্ধ চলার কারণে প্রত্যাশিত পরিমাণ বিক্রিয় হয়নি।

    তবে প্রধান নির্বাহী টিম কুক মনে করেন উচ্চ মূল্যের কারণে ক্রেতাদের আইফোন কিনতে সংগ্রাম করতে হচ্ছে।

    তিনি জানান, এ মাস থেকেই বেশ কিছু অঞ্চলে তার কোম্পানি আইফোনের নতুন মূল্য নির্ধারণ করা শুরু করেছে।

    পিবিডি/ ইকা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close