• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

প্রকাশ:  ০২ মার্চ ২০১৯, ১৭:১৪
পূর্বপশ্চিম ডেস্ক

নেটদুনিয়ার দৌলতে এখন সামনাসামনি বসে আড্ডা দেওয়ার কথা প্রায় ভুলেই গেছে অনেকে৷ তাই এখন তারা হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করেই গল্পগুজবে ব্যস্ত থাকে৷ কোথাও বেড়াতে যাওয়ার বা সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা তৈরির জন্যও মুহূর্তের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ৷ সেই গ্রুপে মনের মতো সঙ্গীদের অ্যাড করে নিলেই কেল্লাফতে৷ মিনিট কয়েক কথোপকথনেই তৈরি হয়ে যাচ্ছে পরিকল্পনা৷

এতো গেল পরিচিত কাছের মানুষদের কথা৷ আবার কখনও অপরিচিতদের ভিড়ে ঠাসা হোয়াটসঅ্যাপ গ্রুপেও অ্যাড করে নেওয়া হয় আপনার মোবাইল নম্বর৷ বিরক্ত হলে পরে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের হতে হয়৷ এই সমস্যায় নিশ্চয় পড়েছেন? আপনার কথা মাথায় রেখে বেশ কয়েকটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷

হোয়াটসঅ্যাপে আসতে পারে ‘গ্রুপ ইনভিটেশন’ ফিচার৷ এই ফিচার চালু হয়ে গেলে কোনও গ্রুপে অ্যাড করার জন্য আপনার কাছে একটি নোটিফিকেশন যাবে৷ ওই নোটিফিকেশনের মাধ্যমে গ্রুপে অ্যাড করার অনুমতি দিতে পারবেন আপনি৷ নইলে কোনো গ্রুপেই অ্যাড করা যাবে না হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে৷

এছাড়াও হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ‘অ্যাডভান্সড সার্চ’ অপশন৷ এই ফিচারের মাধ্যমে খুব সহজেই ছবি, ভিডিও, অডিওসহ অন্যান্য যেকোনো মেসেজ খুঁজে পাবেন ব্যবহারকারী৷

রাতে অন্ধকার ঘরে বিছানায় শুয়ে কি আপনার হোয়াটসঅ্যাপ করার অভ্যাস রয়েছে? উত্তর যদি হ্যাঁ হয় তবে আপনার কথা মাথায় রেখে ‘ডার্ক মোড’ ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ৷ এই ফিচারের মাধ্যমে অনায়াসেই মোবাইল স্ক্রিনের উজ্জ্বলতা কমাতে পারবেন আপনি৷ অন্ধকার ঘরে তীব্র আলোয় চোখের সমস্যা হওয়ার আর কোনো প্রশ্নই থাকবে না৷

হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সময়ই নানা ছবি, ভিডিও পান ব্যবহারকারীরা৷ কিন্তু এখন গ্রুপে ভাইরাল হওয়া ওই মেসেজ প্রথমে কে পাঠিয়েছিলেন, তা জানা যায় না৷ কিন্তু হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ‘শো ইন চ্যাট’ ফিচার৷ এই অপশনের মাধ্যমে এবার থেকে অনায়াসেই আপনি জানতে পারবেন কে প্রথম এই ছবি, ভিডিও গ্রুপে পাঠিয়েছিলেন৷

/অ-ভি

হোয়াটসঅ্যাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close