• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গ্রুপের মেসেজ মুছতে পারবেন অ্যাডমিন নিজেই

প্রকাশ:  ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৯ | আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০২
পূর্বপশ্চিম ডেস্ক
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ এখন আমাদের দৈনন্দিন কাজের সহায়ক হয়ে দাঁড়িয়েছে। যখনই অনলাইনে একাধিক ব্যক্তির এক হওয়ার প্রয়োজন হয় আমাদের মাথায় তখন প্রথমেই আসে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা। বন্ধুদের সাথে আড্ডা হোক কিংবা অফিসের কলিগদের সাথে আলোচনা, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললেই যেন এক স্থানে এসে যাচ্ছে সবাই।

তবে অনেক সময় বিপত্তি ঘটে গ্রুপে। গ্রুপের মেসেজ বার্তাপ্রদানকারী ছাড়া অন্য কেউ মুছতে পারে না। এ সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপে আনা হচ্ছে আকর্ষণীয় সব পরিবর্তন। গ্রুপের কোনো সদস্যের কোনো বার্তা পছন্দ না হলে সেটি মুছে দিতে পারবেন সেই গ্রুপের অ্যাডমিন।

তবে গ্রুপে যার বার্তা মুছে ফেলা হচ্ছে, তিনি একটি বিশেষ সতর্কবার্তা পাবেন। বার্তায় লেখা থাকবে-‘বার্তাটি অ্যাডমিন মুছে ফেলেছেন।’

ডব্লিউএবেটাইনফো টুইট করে জানায়, ‘আপনি যদি এক জন গ্রুপ অ্যাডমিন হন, তবে আপনি গ্রুপের যে কোনো বার্তা মুছে দিতে পারবেন।’

যদিও এটি এখন পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। শিগগির একটি আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এটি উপভোগ করতে পারবেন।

পূর্বপশ্চিমবিডি/জেএস

হোয়াটসঅ্যাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close