• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০২২, ১৩:১০
নিজস্ব প্রতিবেদক

নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ব্যাংকগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে ড. ইউনূসের নামে কোনো ব্যাংক হিসাব, ক্রেডিট কার্ড থাকলে তা মঙ্গলবারের মধ্যে জানাতে বলা হয়েছে।

বিএফআইইউর একজন কর্মকর্তা বলেন, আগে থেকে ড. ইউনূসের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আমাদের কাছে আছে। নতুন করে কোনো অ্যাকাউন্ট খোলা হয়েছে কিনা বা আগের অ্যাকাউন্টে লেনদেন পরিস্থিতির হালনাগাদ জানতে তথ্য চাওয়া হয়েছে।

এর আগে ২০১৬ সালে একবার ড. ইউনূস ও তার পরিবারের লেনদেনের তথ্য সংগ্রহ করেছিল বিএফআইইউ ও জাতীয় রাজস্ব বোর্ড।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

তলব,ব্যাংক হিসাব,ড. মুহাম্মদ ইউনূস,চিঠি,বিএফআইইউ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close