• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তিন দিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ

প্রকাশ:  ১০ মে ২০২২, ১৮:২৬
হিলি সংবাদদাতা

ভারত থেকে গত তিন দিন ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। শিগগিরই আমদানি কার্যক্রম শুরু না হলে পেঁয়াজের বাজার আরও ঊর্ধ্বমুখী হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারত থেকে পণ্য আমদানি করতে আমদানিকারকদের রপ্তানি অনুমতি (আইপি) লাগে। আগের আইপির মেয়াদ শেষ হয়েছে। নতুন করে আইপি না পাওয়ায় আমদানিকারকেরা এলসি করতে পারছেন না। তবে পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও অন্যান্য পণ্য আমদানি করা হচ্ছে।

মঙ্গলবার হিলি বাজারের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের আগে হিলি স্থলবন্দর আড়তে প্রতি কেজি পেঁয়াজ ১৪ থেকে ১৬ টাকা দরে বিক্রি হয়েছে। আজ হিলি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২২ টাকা দরে।

পূর্বপশ্চিম- এনই

হিলি,পেয়াঁজ,পেঁয়াজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close