• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৩০ টাকায় ধান ও ৪৪ টাকা দরে চাল কিনবে সরকার

প্রকাশ:  ১৩ এপ্রিল ২০২৩, ১৯:০৩
নিজস্ব প্রতিবেদক

আসন্ন বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহে সরকারি দাম নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে ৩০ টাকা কেজি দরে ৪ লাখ টন ধান, ৪৪ টাকা কেজি দরে ১২.৫০ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই মূল্য নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সভাশেষে বিস্তারিত তুলে ধরে সাধন চন্দ্র মজুমদার বলেন, সভায় আসন্ন বোরো সংগ্রহ-২০২৩ মৌসুমে ৪ লাখ টন ধান, সাড়ে ১২ লাখ টন সিদ্ধ চাল এবং ১ লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ সংগ্রহ ৭ মে শুরু হবে। আর তা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

ধান ও চালের সরকারি দর নির্ধারণের বিষয়ে তিনি বলেন, প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। এছাড়া সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকায় কেনা হবে।

২০২২ সালে বোরো সংগ্রহ মৌসুমে ধান, চাল ও গমের মূল্য ছিলো যথাক্রমে ২৭ টাকা, ৪০ টাকা এবং ২৮ টাকা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সরকার,চাল,ধান,টাকা,খাদ্যমন্ত্রী,সাধন চন্দ্র মজুমদার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close