• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজশাহীতে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, সবজিতে স্বস্তি

প্রকাশ:  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৪
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে এবার ভরা মৌসুমে সবজির দাম ছিলো বেশ চওড়া। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে সবজির দাম। কিছু সবজির বাজারের উত্তাপ না কমলেও অধিকাংশ সবজিতে কেজি প্রতি কমেছে ৫ থেকে দশ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে মাছ, মুরগি,চাল, ডাল, ডিম ও তেলের দাম । আগুন ধরেছে পেঁয়াজের বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজশাহীর সাহেব বাজার কাঁচাবাজার ঘুরে দেখা যায়, আলু বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, বেগুন ৩০-৪০, টমেটো ৫০-৬০ টাকা কেজি, শিম ৫০-৫৫ টাকা কেজি, রসুন ২২০-২৫০ টাকা কেজি, কাঁচামরিচ ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। করলা আগের মতো ৬৫-৭০ টাকা, লেবু প্রতি হালি ১০-১৫ টাকা,কাঁচকলা প্রতি হালি ২৫-৩০ টাকা, প্রতি কেজি মিষ্টিকুমড়া ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

মুরগি বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালী ২৮০ টাকা, লেয়ার সাদা ২৭০ আর লেয়ার লালটা ৩০০ টাকা কেজিতে। ডিম বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকা হালিতে।

বাজারে গরুর মাংস আগের মতোই ৭২০ থেকে ৭৫০ টাকা প্রতি কেজি এবং খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাসুম আলী নামের এক ক্রেতা জানান, সবজির দাম তো আগেই কয়েকগুণ বেড়েছে এখন কিছুটা কমলেও আমার মতো মধ্যবিত্তের নাগালের বাইরে।

রাজশাহী,সবজির বাজার,বানিজ্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close