• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সূচকের পতনে লেনদেন চলছে

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০১৯, ১৫:১৮
বিজনেস ডেস্ক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস শুরুতে সূচক বাড়লেও সময় বাড়ার সাথে সাথে সূচকের নিম্নমুখীতা লক্ষ্য করা যায়।

ধরণের সূচকের পতনে চলছে লেনদেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৭১ পয়েন্ট কমেছে।

সম্পর্কিত খবর

    এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে ১০ পয়েন্ট সূচক বাড়ে। দিনের শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যে সূচক বারতে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটের দিকে ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বাড়ে। পরে আবার তা কমতে থাকে। দুপুর ১টার দিকে ডিএসই’র প্রধান সূচক ২৪ দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৯০০ পয়েন্টে।

    অন্যদিকে, ডিএসই শরিয়াহসূচক ৪ দশমিক শূণ্য ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৫ পয়েন্টে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৬২৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

    দুপুর ১টা পর্যন্ত ডিএসইতে অংশ নেয়া মোট ৩৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্রা ১১৫টির কমেছে ১৯৯টির অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

    পিবিডি/ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close