• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশের বাজারে এলো থাইল্যান্ডের জি.পি.এক্স মোটরসাইকেল

প্রকাশ:  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৬
নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডের জনপ্রিয় জিপিএক্স ডেমন ও জিপিএক্স লিজেন্ড নামের দু’টি ব্রান্ডের মোটরসাইকেল বাংলাদেশে বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের মোটরসাইকেল ব্যবসার অন্যতম প্রতিষ্ঠান জিপিএক্স বাংলাদেশ ।

এ উপলক্ষ্যে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিপিএক্স বাংলাদেশের পরিচালক জনাব, রাজীব আহমেদ ও মাহমুদুন নবী, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রাকিবুর রহমান, ও প্রধান নির্বাহী কর্মকর্তা রনধির সিং এবং জিপিএক্স থাইল্যান্ডের জেনারেল ম্যানেজার এ্যাপিকাট নাকনুভাতিম সহ প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রাকিবুর রহমান বলেন, জিপিএক্স ডেমন ও জিপিএক্স লিজেন্ড ব্রান্ডের মোটরসাইকেল বাংলাদেশের এই শিল্পকে আরো সমৃদ্ধ করবে। তাছাড়া এই মোটরসাইকেল ব্র্যান্ডটি থাইল্যান্ডের পাশাপাশি জাপানেও বেশ জনপ্রিয়।

মূলত এ মোটরসাইকেলগুলোর ডিজাইন বেশ আকর্ষণীয়। মেইলেজও বেশ ভালো। তাই আমরা বাংলাদেশেও এর বিপণন নিয়ে বেশ আশাবাদী।

উপস্থিত অতিথিদের বক্তব্য ও বাইক পরিচিতির পর দেশের জনপ্রিয় ‘আভাস’ ব্যান্ডের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা।

/পিবিডি/পি.এস

বাংলাদেশে,মোটরসাইকেল,থাইল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close