• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিজিএমইএর সাবেক সভাপতি পারভেজকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রকাশ:  ১২ মার্চ ২০১৯, ০০:০২
নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে বিজিএমইএর প্রাক্তন সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১১ মার্চ ) দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী তাকে সকাল ১০টা থেকে প্রায় ১২টা পর্যন্ত দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে তার ব‌্যক্তিগত নথিপত্রে বিষয়ে তথ‌্য চাওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। যার ওপর ভিত্তি করে অনুসন্ধানের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিজিএমইএর প্রাক্তন এই সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়ে শত শত কোটি টাকা অবৈধভাবে লেনদেন, যন্ত্রপাতি আমদানির আড়ালে অর্থপাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

পিবিডি/জিএম

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার,বিজিএমইএর প্রাক্তন সভাপতি আনোয়ার উল আলম,দুদক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close