• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অব্যাহত দর পতনের প্রতিবাদে পুঁজিবাজার বিনিয়োগকারীদের মানববন্ধন

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৯, ১৫:২৬
নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে অব্যাহত দর পতনের প্রতিবাদে মানববন্ধন করেছে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। তারা অব্যাহত দর পতনের জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের আয়োজনে মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি করেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, পুঁজিবাজারে অব্যাহত দর পতনের দায় নিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খালেদ হোসেনকে পদত্যাগ করতে হবে। এছাড়া তারা পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের সময় কোম্পানীকে নূন্যতম ১০ শতাংশ বাধ্যতামূলক ডিভিডেন্ড দেয়া, ‘জেড’ ক্যাটাগরি ও ‘ওটিসি’ মার্কেট তুলে দেয়া, ‘আইপিও’ এবং প্লেসমেন্ট শেয়ারের অবৈধ বাণিজ্য বন্ধ করা, খন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দেষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা এবং যেসব কোম্পানির শেয়ার ইস্যু মূল্যের নিচে সেসব কোম্পানীকে বাইব্যাগ করার দাবি জানায়।

পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রহমান ছাড়াও মানববন্ধনে আরও ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসন শামীম প্রমুখ।

মানববন্ধনে বিনিয়োগকারীরা “শেয়ার বাজার ঠিক কর নইলে বুকে গুলি কর” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

পিবিডি/এসএম

শেয়ারবাজার,দর পতন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close