• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘পাকিস্তান সত্য অস্বীকারকারী দেশ’

প্রকাশ:  ১০ মার্চ ২০১৯, ০০:১০
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার বলেছেন, পাকিস্তান হচ্ছে সত্য অস্বীকারকারী দেশ। পাকিস্তান থেকে যে কোনও নতুন হামলা ঠেকানোর জন্য ভারতের সেনারা অত্যন্ত সতর্কাবস্থায় রয়েছে।

শনিবার (৯ মার্চ) এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা সবসময় দায়িত্বশীলতা ও পরিপক্কতার সঙ্গে কাজ করেছি এবং করব।

তিনি আরও বলেন, পাকিস্তান হচ্ছে সত্য অস্বীকারকারী দেশ। ভারতের ওপর যেসব সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালায় তাদের প্রতি রাষ্ট্রীয় সমর্থনের কথা অস্বীকার করে আসছে ইসলামাবাদ। এছাড়া, এসব গোষ্ঠীর বিরুদ্ধে কোনো রকমের বিশ্বাসযোগ্য ব্যবস্থা নিতেও ব্যর্থ হয়েছে দেশটি।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ঘোষণা করেছে যে, তারা কয়েক ডজন সন্ত্রাসীকে আটক করেছে। গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ওপর সন্ত্রাসী হামলায় ৪৪ জওয়ান নিহত হওয়ার পর এ ঘটনার জন্য দিল্লি পাকিস্তানকে দায়ী করে। এ নিয়ে দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এবং সীমতি পর্যায়ে সামরিক সংঘাতও ঘটে।

ভারত,রাবিশ কুমার,পাকিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close