• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার

প্রকাশ:  ১৯ মে ২০২২, ১৭:৫১
চাকরি ডেস্ক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন। সংস্থাটি প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে।

চাকরি প্রত্যাশীরা ৩০ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া ডাকযোগে বা সরাসরিও আবেদন পাঠানো যাবে।

পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে গভর্ন্যান্স, রাইটস, অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনসংক্রান্ত কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রিপোর্ট লেখা ও ডকুমেন্টশনে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্য, এমএস অফিস অ্যাপ্লিকেশন ও ইন্টারনেটের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (দুই বছর দুই মাস)

কর্মস্থল: ঢাকা

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ৬৮,০০০৭০,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম: চাকরি প্রত্যাশীরা Bdjobs এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

সিভিসহ আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডেপুটি ডিরেক্টর, অ্যাডমিন অ্যান্ড এইচআর ডিভিশন, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩ বি, ব্লক বি, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।

পূর্বপশ্চিমবিডি/এনজে

জনবল নিয়োগ,ওয়েভ ফাউন্ডেশন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close