• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘দেশে আইনের শাসন নেই, মানবাধিকার নেই’

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০১৯, ১৯:১০ | আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২০:১০
বগুড়া প্রতিনিধি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই, মানবাধিকার নেই, মানুষের জীবনের মূল্য নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিএনপি নেতা শাহীনের নৃশংস হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া যায়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে দুর্বৃত্তদের হাতে নিহত সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তাদের সমবেদনা জানানোর পর শহরের ধরমপুর এলাকায় নেতাকর্মী ও উপস্থিত জনতার উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিচার ও ইনসাফ না থাকায় দেশে মানুষকে পুড়িয়ে হত্যা, ধর্ষণের পর হত্যার ঘটনা অব্যাহত রয়েছে। তাই দেশের মানুষকে সব অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, রুখে দাঁড়াতে হবে।

নেতাকর্মীদের নিহত শাহীনের পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকব। তিনি শাহীনের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং ধৈর্য ধরতে বলেন।

এ সময় অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা ও পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া-৪ আসনে বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, আহসানুল তৈয়ব জাকির, এমআর ইসলাম স্বাধীন, সিপার আল বখতিয়ার, শাহ মেহেদী হাসান হিমু, শাহাবুল আলম পিপলু প্রমুখ উপস্থিত ছিলেন।

পিবিডি/রবিউল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close