• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১০দিন আগেই সতর্ক করেছিলেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান

প্রকাশ:  ২১ এপ্রিল ২০১৯, ১৬:৩৯ | আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৬:৫৩
আন্তর্জাতিক ডেস্ক

ইস্টার সানডের দিন শ্রীলঙ্কার প্রধান গির্জাগুলোতে হামলা হতে পারে বলে ১০ দিন আগেই সতর্ক করেছিলেন দেশটির পুলিশ প্রধান।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির পুলিশ প্রধান পুজুথ জয়াসুন্দরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছিলেন ইস্টার সানডে’র দিন ‘আত্মঘাতী হামলাকারীরা’ গির্জায় হামলা চালাতে পারে।

গত ১১ এপ্রিল পুলিশের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো সতর্কবার্তায় জয়াসুন্দরা বলেছিলেন, একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জানিয়েছে এনটিজে (ন্যাশনাল তাওহিদ জামাত) কলম্বোতে ভারতীয় দূতাবাসসহ প্রধান গির্জাগুলোতে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে।

রোববার (২০ এপ্রিল) সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদ্‌যাপনের সময় তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৮০ জন নিহত ও ৪০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাৎক্ষনিকভাবে হামলার প্রকৃতি সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া কোনো গোষ্ঠীও এই হামলার দায় এখনো স্বীকার করেনি।

/পিপিবিডি/খান

শ্রীলঙ্কা,বোমা হামলা,আগাম সতর্কবার্তা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close