• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফ্রান্সের পথে প্রধানমন্ত্রী

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০১৭, ১০:৫২
নিজস্ব প্রতিবেদক

ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও জলবায়ু বিষয়ক ‘ওয়ান প্ল্যানেট সামিটে’ যোগ দিতে রাষ্ট্রীয় সফরে ফ্রান্সের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল সাড়ে ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৩ ফ্লাইটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

সম্পর্কিত খবর

    প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, পরিবেশ ও বন সচিব ইসতিয়াক আহমদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান, অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম, উপ-প্রেস সচিব মামুন-অর-রশিদ।

    বিমানবন্দরে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম, তিনবাহিনী প্রধানরাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

    দুবাইয়ে যাত্রা বিরতি দিয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় চার্লস দ্য গল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close