• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পাকিস্তানে ভোটকেন্দ্রের পাশে বিস্ফোরণে নিহত ৩১

প্রকাশ:  ২৫ জুলাই ২০১৮, ১৪:০৫
আর্ন্তজাতিক ডেস্ক

পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোট চলছে। এর মধ্যেই একটি ভোটকেন্দ্রের কাছে আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন পুলিশ সদস্য এবং দুই শিশু। আহত হয়েছেন ২০ জনের বেশি মানুষ।

বুধবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে পাকিস্তানের কুয়েটার পূর্বাঞ্চলে একটি ভোট কেন্দ্রের কাছে ওই হামলা চালানো হয়।

সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের তামির-ই-নাউ মডেল কলেজের সামনে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।

কোয়েটা পুলিশের আইজি মহসিন বাট জানান, একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে হামলাটি হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মঘাতী হামলা বলে মনে করা হচ্ছে। এ হামলায় নিহতদের মধ্যে ভোটারদের পাশাপাশি পুলিশ কর্মকর্তারাও ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, নির্বাচনের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েন করেছে পাকিস্তান। নির্বাচনকে কেন্দ্র করে ৩ লাখ ৭০ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসী হামলায় জর্জরিত নির্বাচনী প্রচারণা শেষে সেনা মোতায়েনের এ সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। তবে কঠোর নিরাপত্তার মাঝেও ভোটকেন্দ্রের কাছে হামলার ঘটনা ভোট গ্রহণ ব্যহত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এসএফ

পাকিস্তান,আত্মঘাতী হামলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close