• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘পোষা পাখি উড়ে যাওয়ার পর সেই পাখিকে ফেরানো কষ্ট’

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৮, ১৪:১২ | আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৫:০৯
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ফাইল ছবি

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পোষা পাখি উড়ে যাওয়ার পর সেই পাখিকে যদি ফেরানো কষ্ট হয় তাহলে বঙ্গবন্ধুর খুনিদের ফেরানো কত কষ্টকর আপনারা বুঝেন।

তিনি বলেন, আমেরিকায় থাকা রাশেদ চৌধুরীকে ফেরানোর ব্যাপারে ওই দেশের সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরে আয়েজিত এক শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীতে ক্ষমতায় এলে রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা হবে। আর কানাডায় থাকা নূর চৌধুরীকেও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে কানাডায় আইন আছে- যদি কোনো দেশে অন্যায়ের জন্য মৃত্যুদণ্ড সাজা থাকে তাহলে তাকে সে দেশে পাঠানো হয় না। তারা শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড মানে না।

জিয়াউর রহমানের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ছয় বছর ক্ষমতায় ছিলেন। তিনি খুনি মোস্তাককে ফুটবলের মতো লাথি দিয়ে মসনদে বসেছিলেন। বঙ্গবন্ধুর খুনিদের তিনি বিদেশে চাকরি দিয়েছিলেন। পরে তাকেও গুলিতে ঝাঁঝরা হতে হয়েছে।

বিএনপির সমালোচনা করে আনিসুল হক বলেন, বাংলাদেশ উন্নত হোক বিএনপি চায় না। শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল করেছেন সেটা বিএনপি চায় না। তারা চায় বাংলাদেশে পাকিস্তান হোক।

/অ-ভি

জিয়াউর রহমান,সমালোচনা,আইনমন্ত্রী,আনিসুল হক,ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close