• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রধান বিচারপতির কাছে শহিদুল আলমের জামিন শুনানির আবেদন

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৩
নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদনের ওপর শুনানি চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন তার আইনজীবীরা। এ তথ্য নিশ্চিত করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে এ আবেদন করা হয়।

এর আগে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) শহিদুল আলমের জামিন শুনানিতে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিব্রতবোধ করেন। ফলে মামলা চলে যায় প্রধান বিচারপতির কাছে।

আইজীবীরা জানিয়েছেন এখন প্রধান বিচারপতিকেই আবেদনটির শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করতে হবে।

উল্লেখ্য, দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। পরে ওই ঘটনায় রমনা থানা পুলিশ তথ্যপ্রযুক্তি আইনে তাকে গ্রেফতার করেন।

/রবিউল

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন,শহিদুল আলম,ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া,দৃক গ্যালারি,নিরাপদ সড়কের দাবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close