• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাকার পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৮, ১৩:১৩
আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন আর্ল আর মিলার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন করার পর দেশটির সিনেট মিলারকে নিয়োগের অনুমোদন দিয়েছে।

রোববার (১৪ অক্টোবর) মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে আনন্দ প্রকাশ করে বলেছে, প্রেসিডেন্ট আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করতে ঢাকায় আসবেন মিলার। এর আগেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের শপথ নিবেন তিনি।

এর আগে মার্সিয়া ব্লুম বার্নিকাট প্রায় সাড়ে তিন বছর ধরে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত ছিলেন। তবে গত জুলাই মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ওই পদের জন্য মিলারকে মনোনীত করেন।

এর পর যুক্তরাষ্ট্রের নিয়মানুযায়ী, পররাষ্ট্র সম্পর্কবিষয়ক সিনেট কমিটির সামনে হাজির হয়ে বাংলাদেশ মিশনের দায়িত্ব সম্পর্কে নিজের বক্তব্য উপস্থাপন করেন মিলার।

উল্লেখ্য, মিশিগান বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করার পর মার্কিন মেরিন কোরে ছিলেন তিনি। ১৯৮৭ সাল থেকেই মিলার পররাষ্ট্র দফতরের হয়ে কাজ করে আসছেন। তাছাড়াও নয়াদিল্লি, বাগদাদ ও জাকার্তায় মার্কিন দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও তিনি কাজ করেছেন। এরপর ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৪ সাল থেকে আফ্রিকার দেশ বতসোয়ানায় মার্কিন মিশনের দায়িত্ব পালন করে আসছিলেন মিলার।

-এসএমএ

মার্কিন রাষ্ট্রদূত,রবার্ট মিলার,বার্নিকাট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close