Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textসাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যার ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। আসামিরা হলেন নাজিমুজ্জামান ইয়ন ও রাজু আহমেদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময় তাদের বয়স কম ছিল- এই বিবেচনায় দণ্ড কমানো হয়েছে।
এ সংক্রান্ত আপিল ও ডেথ রেফারেন্স এর চূড়ান্ত শুনানি নিয়ে মঙ্গলবার (১৬ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আবদুল মবিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ইয়ন ও তার বন্ধু রাজুর পক্ষে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, মনসুরুল হক চৌধুরী শুনানি করেন।
আইনজীবী মনিরুজ্জামান রুবেল জানান, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি নাজিমুজ্জামান ইয়ন ও রাজু আহমেদের বয়স ঘটনার সময় ছিল যথাক্রমে ২১ ও ২২ বছর। এই বয়সকে কম বিবেচনা করে তাদের দণ্ড কমিয়েছে হাইকোর্ট।
এর আগে গত ১১ অক্টোবর সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়। শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। নির্ধারিত দিনে এই রায় ঘোষণা করেন আদালত।
গত ৭ আগস্ট থেকে এই মামলার আপিল ও ডেথরেফান্সের শুনানি শুরু হয়। শুনানিতে মামলার পেপারবুক থেকে মামলার এজাহার, অভিযোগপত্র, আসামি ও সাক্ষীদের জবানবন্দি ও নিম্ন আদালতের রায় উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
২০১১ সালের ২৮ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে ভাড়া বাসায় খুন হন দৈনিক জনতার তৎকালীন জ্যেষ্ঠ সহ-সম্পাদক ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাতুন। এ ঘটনায় ২০১২ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এ সাংবাদিক ফরহাদের ভাগনে নাজিমুজ্জামান ইয়ন ও তার বন্ধু রাজু আহমেদকে মৃত্যুদণ্ড দেন। পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।
/এসএম