• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‌‘১৫ ডিসেম্বরের মধ্যেই আ.লীগের ইশতেহার’

প্রকাশ:  ৩০ নভেম্বর ২০১৮, ১৫:১৭ | আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৫:২২
নিজস্ব প্রতিবেদক

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৩০ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফ্রিংয়ে এসব কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ দেশেই রাজনীতি করে, দেশের মানুষের জন্য রাজনীতি করে। তারা ক্ষমতায় না গেলেও দেশ ছেড়ে পালাবে না। উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা। আগের চেয়েও অনেকগুণ বেশি আমরা উন্নয়ন উপহার দিয়েছি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কুর্মিটোলা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল। তখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানতো না। বঙ্গবন্ধু জেলখানা থেকে বাইরে পা দিয়ে কুঁয়াশা ভেজা সকালে একখণ্ড মাটি কপালে ছুঁয়ে বলেছিলেন, এই দেশেতেই জন্ম আমরা, যেন এই দেশেতেই মরি।

তিনি আরও বলেন, দুর্নীতি এখন সারা দুনিয়াতেই আছে। এটা এখন ওয়েব লাইভ হয়ে গেছে। কিন্তু আমরা দুর্নীতিকে ছাড় দেয়নি। বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে। তারা জামায়াতকে মনোনয়ন দিয়েছে এটাই স্বাভাবিক।

প্রসঙ্গত, এবার নির্বাচনে ২৮১টি আসনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এসএফ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,নির্বাচনী ইশতেহার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close