• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘সরকারের সামনে এখন আইনের শাসন প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ’

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০১৯, ১৬:৫৮
নিজস্ব প্রতিবেদক

শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী। শপথ নেওয়ার পরে তিনি বলেছেন, সরকারের সামনে এখন আইনের শাসন প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের কক্ষে শপথ নেন তিনি।

শপথ নেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, মহাজোট সরকারের সামনে এখন আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণ করাই বড় চ্যালেঞ্জ।

মাহী বি চৌধুরী বলেন, আমরা (মহাজোট) জনগণের বিশাল সমর্থন পেয়েছি। ফলে মানুষের প্রত্যাশাও বেশি। প্রত্যাশা পূরণ ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ। আমরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব।

প্রসঙ্গত, বিকল্পধারার এ নেতা মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনথেকে নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন।

পিবিডি/রবিউল

একাদশ জাতীয় সংসদ নির্বাচন,বিকল্পধারা,মাহী বি চৌধুরী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close